শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মো: রিয়াজ রহমান
মাদারীপুরের শিবচরে আলোচিত ভ্যান চালক মিজান গাজী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর পৌর শহরের সড়ক ৭১ এ ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক নারী পুরুষ।
নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন।
এ সময় বক্তারা বলেন, মিজান গাজী হত্যার গ্রেফতার আসামিদের দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানাচ্ছি। কোনোভাবে তারা যেন আইনের ফাঁকফোকড় দিয়ে জামিন না পায় তারও দাবি জানান তারা।