রাজারহাটে সাময়িক বরখাস্তকৃত শিক্ষককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলে তাকে চাকরিতে পুনর্বহাল করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ২১শে মে দুপুরে রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন শিক্ষক সাইফুর রহমান মন্ডল, মতিউর রহমান, নুরইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে বরখাস্তকৃত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে তার চাকরিতে পুনর্বহাল করতে হবে। তা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান। উল্লেখ থাকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট করেন। সেটি উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে উল্লেখ করে তাকে আইসিটি আইনের আওতায় এনে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার অধ্যাদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্তের বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় গত ১৭ই মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নিশ্চিত করেছেন। SHARES প্রচ্ছদ বিষয়: