রাজারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে অনিয়ম ও সুবিধাবাদীদের পদ পদবী দেওয়ায় প্রকৃত আন্দোলনকারীরা বাদ পড়েছে এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ মার্চ দুপুর বারোটায় আল মিজান মাহিনের নেতৃত্বে উপজেলার সোনালী ব্যাংক চত্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার, ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় তারা ছাত্রলীগ, গুপ্তলীগ, শিবির, দালাল, উড়ে এসে জুড়ে বসা সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখে মাস্ক পড়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। জুলাই আন্দোলনের নেতৃত্বের সারিতে যাঁরা ছিলেন তাদের মধ্যে আল মিজান মাহিন একজন। তার দাবি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ছাত্রদের নিয়ে জুলাই আন্দোলনের প্রাণের সংগঠনকে বিতর্কিত করা হয়েছে। মাহিন বলেন ছাত্রলীগ ও শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ছাত্রদের নিয়ে গঠিত কমিটির প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে তার উপর হুমকি আসতে শুরু করে। গত ৯ মার্চ গভীর রাতে তাকে হত্যার উদ্দেশ্যে তার ভাড়াটে বাসায় একদল দুষ্কৃতকারী হামলা চালায়। তাকে না পেয়ে ভাড়া বাসার গেট ভেঙে প্রবেশ করে ব্যাপক তান্ডব পরিচালনা করেন। প্রতিবাদ সভায় বিতর্কিত কমিটি বাতিল ও তার উপর হুমকি প্রদান সহ ভাড়াটে বাসায় হামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন জুলাই ছাত্র জনতার আন্দোলনে বিশেষ ভূমিকা রাখা এ ছাত্রনেতা। SHARES প্রচ্ছদ বিষয়: