রাজারহাটে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বেলাল নামের এক ব্যক্তি নিহত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টোঙ্গারকুটি গ্রামে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে। নিহত বেলাল হোসেন টোঙ্গারকুটি গ্রামের মৃত আব্দুল গফুরের বড়ো ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোক বিরাজ করছে। বেলাল হোসেনের চাচাতো ভাই আব্দুল মালেক জানান। সোমবার ১০ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে নিহত বেলাল হোসেন তার পূর্ব থেকে ভোগ দখলীকৃত জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে যান। এরপরে বেলালের জমিতে যাওয়ার খবর পেয়ে তার জমি দখল করার জন্য প্রতিবেশী আব্দুল জব্বার ওরফে টাংরুর ছেলে মাইদুল, সুজন, ফারুক, সাইদুল তার দলবল নিয়ে বেলালের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তারা বেলালের উপর লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে উক্ত সংঘর্ষের ঘটনায় একজন নিহত হবার পাশাপাশি উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ বিষয়ে রাজারহাট থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ তছলিম উদ্দিন বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার এজাহার দাখিল করলে মামলার প্রক্রিয়া চুড়ান্ত করা হবে। SHARES সারা বাংলা বিষয়: