মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজাপুর শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
এরপর পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
পরে রাজাপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, রাজাপুর উপজেলা অফিসার্স ক্লাব, রাজাপুর উপজেলার সকল সরকারি দপ্তর প্রধান, রাজাপুর সরকারি ডিগ্রী কলেজ, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপুর উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, রাজাপুর প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রাজাপুর উপজেলা শাখা, একুশের প্রেরণাই আমাদের প্রতিবাদের শক্তি এই স্লোগান নিয়ে কোস্ট ফাউন্ডেশন রাজাপুর শাখার সকল সহকর্মীসহ উপজেলা সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানায়।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে রাজাপুরে নেয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।