রাংগামাটি’র পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদান নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের হোটেল ভিজিট দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫ সোহাগ আরেফিনঃ রাংগামাটি’র কাপ্তাই লেকে পাহাড়ী ঢলের নতুন পানি ও টানা কয়েকদিনের বৃষ্টিতে রাংগামাটি ও কাপ্তাই পানিতে টইটম্বুর সেই সাথে বাড়ছে পর্যটক। ০৭ জুলাই ২০২৫ খ্রি. ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন এর পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান কর্তৃক পর্যটকদের সেবার মান ও নিরাপত্তার দিক বিবেচনায় রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার’সোনার বাংলা’ নামক হোটেল ভিজিট করা হয়। এসময় হোটেলের সার্বিক ব্যবস্থাপনা, সিসিটিভি, হোটেল কক্ষ, রেজিস্টার বুক, ক্যাফে, কিচেন, রুফটপ, সিকিউরিটি, ফায়ার সেইফটি, লন্ড্রি সহ সার্বিক সকল বিষয় তদারকি করা হয় এবং পর্যটন সেবায় বিধিসম্মত মান বজায় রাখার পরামর্শ প্রদান করা হয়। পুলিশ সুপার আদনান তাইয়ান হোটেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ মান বজায় রাখার জন্য অনুরোধ ও বিবিধ গাইডলাইন প্রদান করেন। এসময় হোটেল কর্তৃপক্ষের পক্ষ হতে ম্যানেজার সহ অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন৷ ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন ও জোনের ইনচার্জ সহ অন্যান্য সদস্যবৃন্দ ভিজিটকালীন ও তদারকির সময় উপস্থিত ছিলেন। SHARES জেলার সংবাদ বিষয়: