স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাবোতে পবিত্র রমজান
মাস উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীর রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ মার্চ)দুপুর ৩ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রন রাখা ও ইফতার সামগ্রিতে ভেজাল রোধ সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি,পাটুলী ইউপি চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূঁইয়া জামান,নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ কাউসার কাজল,আমলাব ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া,চর উজিলাব ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সম্রাট,পাটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান এছাড়া বেলাব,পুড়াদিয়া ও নারায়নপুর বাজার সভাপতি,সাধারন সম্পাদকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন,যারা বাজার সিন্ডিকেটের সাথে জড়িত এবং অতিরিক্ত মুনাফার আশায় দ্রব্যমুল্য মজুদ করে বাজার অস্থিতিশীল তৈরী করে তাদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।