যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ১, ২০২৫ এ জেড আমিনুজ্জামান রিপন: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেন মে দিবস। আজ বৃহস্পতিবার ১ মে সকাল ১১টায় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কুয়াডাঙ্গা বাস স্টান্ড থেকে একটি র্যা লি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যা লিটির সমাপ্তি ঘোষণা করেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহবায়ক মো.আব্দুল্লাহ শেখ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয়। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের জীবনদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘণ্টায়। অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পালন করে। এই দেশগুলোতে ১ মে জাতীয় ছুটির দিন পালন করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি রিপন মোল্লার সার্বিক সহযোগিতায় দিবসটি পূর্নঙ্গরূপ দিতে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাঃ আবুল খায়ের, সদস্য জেলা বিএনপির এ্যা. মো. তৌফিকুল ইসলাম, সদস্য জেলা বিএপি আজিজুর রহমান (বেণু), সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মাহাবুব আলী সোহেল, সদস্য জেলা বিএনপি এস,এম জিয়াউল কবীর বিপ্লব,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, মাহামুদুল হাসান সদস্য সচিব জেলা সেচ্ছাসেবী দল, জামির মোল্লা যুগ্ম-আহবায়ক জেলা শ্রমিক দল, এস.এম মাহামুদ সভাপতি কৃষক দল(প্রস্তাবিত)সহ এম ইমন, ছাত্রনেতা ইফতি, শান্ত প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: