সাব্বির আহমেদ, মেহেরপুরঃ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশের মতো মেহেরপুর জেলাতেও শুরু হচ্ছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তিনটি উপজেলার মোট ১৭টি কেন্দ্রে ৭ হাজার ৪১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরিসংখ্যান অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার ৫টি কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন, গাংনী উপজেলার ১০টি কেন্দ্রে ৪ হাজার ২৯০ জন এবং মুজিবনগর উপজেলার ২টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী। পরীক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসার, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুত।