রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়নের দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সহকারী নিউজ এডিটর, সাংবাদিক হৃদয় হাসান সাকিবের মা মোছাঃ শিউলী বেগমে প্রাণনাশের হুমকি, গালিগালাজ, জমির ফসল নষ্ট এবং পুকুরপাড় ভাঙার অভিযোগ করেছেন প্রতিবেশী মনু মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী শিউলী বেগম জানান, গত ৩ মে দুপুর ১টার দিকে তিনি নিজের আবাদী জমিতে কাজ করার সময় মনু মিয়া (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৩) ও মেয়ে মনিষা আক্তার (২৫) তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। প্রাণভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। পাশাপাশি তারা জমির ফসল নষ্ট করে দেওয়ার এবং মিথ্যা নারী ও শিশু আইনের মামলায় ফাঁসানোর হুমকিও দেয়।শিউলী বেগম অভিযোগ করেন, মনু মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তার জমিতে ছাগল ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে আসছেন। এছাড়া, নিজের খনন করা পুকুরের পাড় ভেঙে বাদীর জমিতে যাওয়ার একমাত্র রাস্তাও বন্ধ করে দিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মোসলেম উদ্দিন মোল্লা।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় তিনজন নারী সাইবেনি বেগম, শেফালী বেগম ও গীতা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়, কারণ অভিযুক্তরা কোনো আলোচনায় আসেননি বরং প্রকাশ্যে আইন-প্রশাসনকে অবজ্ঞা করে বলেন, “চেয়ারম্যান-মেম্বার, পুলিশ কেউ আমাদের কিছু করতে পারবে না।এর আগেও এ বিষয়ে থানায় অভিযোগ করেন মোঃ মোসলেম উদ্দিন মোল্লা। সেই অভিযোগের ভিত্তিতে এসআই মজিদ ঘটনাস্থলে তদন্ত করে সত্যতা পান এবং স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন। একইসঙ্গে বিষয়টি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ওয়াহেদীকে জানানো হলেও কোনো সমাধান হয়নি।পুনরায় ৪ মে বিকালে এসআই হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পান। তিনি জানান, “বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি, ৫ মে আদালতে আবেদন করব।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে এসেছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর সাংবাদিক সমাজ ও মানবাধিকার সাংবাদিক সংস্থা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।