মায়ের ভাষা।
রিয়াজুল হক সাগর
একুশ তুমি জেগে আছো
বাংলা মায়ের বুকে,
কথার ঝুলি নিয়ে এলাম
আমার মায়ের মুখে।
দামাল ছেলের রক্ত ঝরে
মাতৃভাষার জন্য,
বাংলা ভাষায় কথা বলি
জীবন আমার ধন্য।
মধুর ভাষা বাংলা আমার
এই বাংলার সুখ,
বর্ণমালায় আঁকতে জানি
আমার মায়ের মুখ।