মাদারীপুরে শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম।

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মো: রিয়াজ রহমান

মাদারীপুরে শিবচরে জমিজমা নিয়ে বিরোধের জেরে রেজাউল কুস্তি (৩৫) ও রুবেল কুস্তি (২৭)নামের দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বিকাল ৪ টার দিকে শিবচর উপজেলার ভান্ডারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, শিবচর উপজেলা ভান্ডারিকান্দি ইউনিয়ন এলাকার রেজাউল কুস্তি সাথে চাচাতো ভাই ইউনুস কুস্তি সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে আজ বিকেল চারটা দিকে এলাকার বাজার থেকে বাড়িতে আসছেন, এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ইউনুস, ইয়াকুব, রাকিব, মিরাজসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে রেজাউল কুস্তি ও রুবেল কুস্তি উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে ওরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রুবেল কুস্তি মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে।

আহতদের পরিবার অভিযোগ করে বলেন, ইউনুস, ইয়াকুব সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি জবর দখল করে নিতে পায়তারা করছে। এতে দুই ভাই বাধা দেয়। তাই ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার জন্য পরিকল্পিত ভাবে দিনে দুপুরে ইউনুস, রাকিব, মিরাজসহ অজ্ঞাত ৫/৬ মিলে দুই ভাইকে কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আমরা এ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলুক শাস্তি চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।