মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে নিখোঁজ-১

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

 

শিবচর মাদারীপুর প্রতিনিধি –
মোঃ রিয়াজ রহমান

মাদারীপুর জেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারের সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে এক যুবক নিখোঁজ হয়েছেন।

জানা গেছে বন্ধুরা মিলে পিকনিক শেষে বাড়ি ফেরার সময় আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা টি ঘটে।

শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে স্নানঘাটা থেকে আসা একটি পিকনিকের ট্রলারের সাথে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় বালুভর্তি বাল্কহেডের যাওয়ার সময় মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।

নিখোঁজ যুবকের নাম সুমন সিপাহী(২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আব্দুল লতিফ সিপাহীর ছেলে।

মাদারীপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) ইসমাইল হোসেন জুয়েল বলেন, ‘আমরা শনিবার সকালে একদল ডুবুরির সাহায্যে সুমনকে উদ্ধারে কার্যক্রম চালাব।