শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মো: রিয়াজ রহমান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ২য় ও ৩য় পর্যায়ে চলমান প্রশিক্ষণের ১৬০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় শিবচর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণস্থলে
প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- অনুষ্ঠানের সভাপতি আইসিটি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার জনাব সজীব চৌধুরী।
প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টিতে এই প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা।
এবং সেই সাথে নিরলস পরিশ্রম করা ফ্রিল্যান্সার তৈরীর কারিগর সকল ট্রেইনারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
৬ মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আইটি সার্ভিস প্রোভাইডার ও গ্রাফিক্স ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে ১৬০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। মোট ১৪০টি ক্লাসের মধ্যে ইতোমধ্যে ৯১ টি ক্লাশ সম্পন্ন হয়েছে।