মাদারীপুরের শিবচরে ভূমি মেলা উদ্বোধন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধ – মোঃ রিয়াজ রহমান নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষুত রাখি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে ভূমি সেবা সপ্তাহ -২০২৫ ও ভূমি মেলা উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শিবচর উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত তিনদিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শিবচর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে পরে ফিতা কেটে উদ্ধোধন করা হয়। ভূমি চত্বরে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম। এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চৌধুরী ইবনে ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: