মাদারীপুরের শিবচরে পার্কিং করা বাসে আগুন, পুড়ে গেছে বেশির ভাগ অংশই

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি
মোঃ রিয়াজ রহমান

মাদারীপুরের শিবচরে পার্কিং করা স্কুল বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাসটির বেশির ভাগই অংশ। সোমবার ভোররাতে শিবচর পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার বিকেলে শিবচরের পৌর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা হয় শরিয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাস। পরে সেখান থেকে বাড়িতে চলে যান বাসের চালক ও হেলফার। রাত ৪টার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে। তবে, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, এটি স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।