মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঠিকাদার নিহত, আহত ৫

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

 

শিবচর মাদারীপুর প্রতিনিধি :
মো: রিয়াজ রহমান

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহিদ শিকদার (৪৩) নামের এক ঠিকাদাররে মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয় আরো ৫ জন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শিকদার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে। তিনি এলজিইডি ও সড়ক বিভাগের ঠিকাদারি করতেন। আহতরা হলেন বরিশারের গৌরনদী উপজেলার গোবরধন এলাকার সবেদ আলী সরদারের ছেলে বাবুল সরদার (৬০), ফজলু বেপারীর ছেলে মো. সাফিন বেপারী (১১), মো. মোস্তফা মিয়ার ছেলে ফয়সাল (১৮), মাদারীপুরের শিবচরের সিপাইকান্দি এলাকার বেল্লাল বেপালীর ছেলে নাদিম বেপারী (২০) ও সাহিন (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়িক কাজে শুক্রবার সকালে জাহিদ শিকদার শিবচরে আসেন। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। শিবচর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রীজের উপর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সাথে জাহিদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ঠিকাদারের। এ সময় আহত হন অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক
মো: জিয়াউর রহমান জানান, ‘দুর্ঘটনায় আহত ৬ জনকে শিবচর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জাহিদ শিকদার নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের প্রাথমকি চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।’

মাদারীপুরের শিবচর থানার ওসি (তদন্ত) মো: আশফাকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারনেই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
এছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক।