বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :
৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্টপতি মেজর জেনারেল জিয়াউর রহমান চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজের নাম বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের ঘোষনা করেন। যথাযত মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশে ও প্রবাসে শহীদের স্মরণ করে দিবসটি পালন করা হয়।
আজ এ উপলক্ষ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বৃহত্তর মিডিয়া কর্মীদের সংগঠন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব" বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিন উদ্দীন
(জাতীয় দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট),
সাধারণ সম্পাদক মো.
সায়েস্তা মিয়া (দৈনিক জৈন্তা বার্তা), সাংগঠনিক সম্পাদক
শ্রী অজিত চন্দ্র দেব (জাতীয় দৈনিক আলোর দিগন্ত), দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু (জাতীয় দৈনিক স্বাধীন বাংলা ও আলোকিত সিলেট, সবুজ প্রান্ত), অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম(দৈনিক পরিবার ও দৈনিক অধিকার কন্ঠ),
যুগ্ম সম্পাদক আলতাব হোসেন (দৈনিক বিজয়ের কন্ঠ), সদস্য ছালেক উদ্দীন(
দৈনিক সূর্যোদয় ও দৈনিক ফ্রন্টিয়ার), সদস্য আনোয়ার হোসেন(দৈনিক লাল সবুজের দেশ) প্রমুখ।
পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়, পরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ
"বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স " কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।