মো.আলমগীর ইসলামঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ছাত্র আন্দোলনের কর্মীরা হাতে হাতে লিফলেট বিতরণ করে জনগণের মাঝে জুলাই বিপ্লবের মূল চেতনা তুলে ধরেন এবং বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বর্ণিত সমাজতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির সময় বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদেরকে বৈষম্যহীন সমাজ গঠনের দিকনির্দেশনা দিয়েছে। এ ঘোষণাপত্রের নীতিমালা কার্যকর করা গেলে জাতি একটি সাম্যের সমাজ গঠন করতে সক্ষম হবে।”
তারা আরও বলেন, “আমাদের দেশে বৈষম্যের কারণে সমাজে দারিদ্র্য এবং অরাজকতা বাড়ছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।