স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার রাতে জেলার গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম শরিফ মন্ডল।
ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, ময়মনসিংহ ডিবি পুলিশকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের অতি অল্প সময়ে আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রবিবার রাতে ডিবির এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার পাগলা থানার নেওকা এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শরিফ মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুরের কাওরাইদের মৃত হাদিস মন্ডলের ছেলে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী শরিফ দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।