ময়মনসিংহে অবৈধ অস্ত্র ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
মো: আতিকুল ইসলাম, ময়মনসিংহঃ
গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৯টায় ময়মনসিংহের শিল্প এলাকা, মাসকান্দা থেকে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন ব্যক্তিকে যৌথ বাহিনীর অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এই চক্রের প্রধান মো. নাদিম তার নিজ বাসায় মাদক প্রস্তুত করতেন এবং তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। অভিযানে তার বাড়ি থেকে মাদক প্রস্তুতির বিভিন্ন উপকরণ এবং বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি চাকু, ৩টি ড্যাগার, ১টি চাপাতি, ১টি রামদা, ৫ প্যাকেট এয়ারগান বুলেট এবং ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত আলামতগুলো মাদক ও অস্ত্র চোরাচালানের ভয়াবহতার পরিচায়ক।
যৌথ বাহিনী অভিযান পরিচালনার সময় পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। এলাকাটি সুরক্ষিত করে তল্লাশি চালানো হয়, যেখানে মাদক ও অস্ত্র প্রস্তুত এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও যৌথ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. নাদিম ছাড়াও আরও দুইজন সহযোগী রয়েছে, যারা এই অপরাধমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছিল।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তি এবং উদ্ধারকৃত সব সামগ্রী থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ধরনের সফল অভিযান যৌথ বাহিনীর দক্ষতা এবং মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে। এই কার্যক্রম অবৈধ চোরাচালান ও অপরাধ দমনে জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যৌথ বাহিনীর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।