মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২জুলাই বুধবার বিকালে আলীয়া মাদ্রাসা মার্কেটে এ সাধারণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) ফেনী জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব মমিনের সঞ্চালনায় এতে অংশ নেন, সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল ও জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব,
নির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, এম এ দেওয়ানী, মিজানুর রহমান, আবু জাফর আহমেদ হৃদয়, রফিক আলী, সাহার উল্যাহ বাহার, তাজুল ইসলাম, কাজী ওয়ারেদ, মহিউদ্দিন মহি প্রমুখ।