২৩ মার্চ,এম এ হালিম, ভৈরব বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে কালিকাপ্রসাদে ৫ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে করা।
সৌদি আরব টিম নাইন কোম্পানির চেয়ারম্যান, সৌদি প্রবাসী ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ বিল্লাল হোসেনের উদ্যোগে শনিবার বিকেল ৫ টার দিকে কালিকাপ্রসাদের মিয়া বাড়ির মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো: তোফাজ্জল হক, ভৈরব পৌর বিএনপির সহ সভাপতি হাজী জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল আলম রতন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে। ৫ শতাধিক দরিদ্র পরিবারের প্রত্যেককের মাঝে ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট,১ কেজি তৈল, ১ কেজি ডাল,১ কেজি পেয়াজ ও ১ কেজি খেজুরসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয় । মোট ৫০০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মিয়া বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্রসহ ৬ শতাধিক মানুষের ইফতারের আয়োজন করা হয়।