ভৈরবে রইস উদ্দীন হত্যাকারীদের বিচার দাবীতে  মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

 

৫ মে,এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে মাওলানা  রইস উদ্দীন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ভৈরবে ঢাকা- সিলেট  মহাসড়ক ও ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের  আয়োজনে আজ সোমবার  সকাল  ১০ টা থেকে  দুপুর ১২ টা পর্যন্ত ২ ঘন্টা ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় অবরোধ করে বিক্ষোভ কমর্সূচী পালন করেছে।  সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ ইসলামী ফ্্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মোঃ রুবেল হোসেন,  ইসলামি ফ্রণট,যুবসেনা ভৈরব এর আহবায়ক আবু হানিফ বাদল, সদস্য সচিব মাওলানা মোবাশ্বির,ইসলামি  ছাত্র সেনারআহবায়ক মাওলানা সালা উদ্দিন প্রমূখ। এ সময়  সমাবেশে বক্তারা বলেন, মাওলানা রইস উদ্দিন  কে মব সৃষ্টি করে প্রকাশ্যে হত্য করার পর ও  এখনো মামলা রজু  করছেনা। তাই মামলা  রুজু করে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দাবী জানান। সড়কে অবরোধ করে বিক্ষোভ   করায় ঢাকা- সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জ গামী শত শত যানবাহন আটকা পড়ে । এত যাত্রী  ও রােগীরা দূর্ভোগে পড়ে। এ সমাবেশে বক্তারা বলেন, ইসলামি  ছাত্র সেনার নেতা মাওলানা রইস উদ্দিন  কে পরিকল্পিত ভাবে  পিটিয়ে  হত্যা করেছে । হত্যাকারীদের দ্রূত গ্রেফতার করে শাস্তির দাবী  জানান তারা।