ভৈরবে রইস উদ্দীন হত্যাকারীদের বিচার দাবীতে  মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

 

২৯ এপ্রিল, এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরে মাওলানা  রইস উদ্দীন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ভৈরবে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ সময় আমিনুল আল কাদ্বরী,শাহরিয়ার, মাওলানা  অলিউল্লাহ, মাওলানা  জামাল উদ্দিন, বিল্লাল হোসেন  ও ইসলামি  ছাত্র সেনার নেতারা বক্তব্য রাখেন । সমাবেশে বক্তারা বলেন, ইসলামি  ছাত্র সেনার নেতা মাওলানা রইস উদ্দিন  কে পরিকল্পিত ভাবে  পিটিয়ে  হত্যা করেছে । হত্যাকারীদের দ্রূত গ্রেফতার করে শাস্তির দাবী  জানান তারা।