ভৈরবে বজ্রপাতে নিহত ৩

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

 

১১ মে, এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে বজ্রপাতে বৃদ্ধ সহ ৩ জন নিহত হয়েছে । নিহতরা হলো ফারুক মিয়া (৬৫),ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এদের মধ্যে  কবির হোসেনের বাড়ী পাশ্ববর্তী কুলিয়ারচরে এবং  অন্য ২ জনের বাড়ী ভৈরবে  বলে জানা গেছে । এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা জুইঁ।   টানা কয়েকদিন তাপদাহের পর ভৈরবে স্বস্তির  বৃষ্টি পাত হয়েছে । আজ রোববার বেলা ৩ টার দিকে হঠাৎ  আকাশ  অন্ধকার করে বৃষ্টি নামে । সেই  সাথে বিকট শব্দে   প্রচন্ড বজ্রপাত হয়। বজ্রপাতে অনেকে  ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় বজ্রপাতে সাদেকপুরের রসুলপুরে  ফারুক মিয়া (৬৫)শ্রী- নগরে ফয়সাল  মিয়া  (২৮) ও কুলিয়ারচরের হাজারী নগরে কবির হোসেন (২৫) নামে ৩ জন নিহত হয়েছে । জানাযায় বিকাল ৩ টার দিকে বৃষ্টির সাথে বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময়  নিহত ৩ জনই মাঠে কাজ করছিলো । বেমন সময় বজ্রপাতে ৩ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়  লোকজন  তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্তব্যরত চিকিৎসক ত তাদের  মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা জুই  জানান,বজ্রপাতে ৩ জন কে হাসপাতালে নিয়ে  এলে আমরা তাদের কে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে ।  তবে টানা গত কয়েক  দিনের তাপদাহে স্বস্তির  বৃষ্টি পড়ায় ছোট ছোট শিশু  ও কিশোরীদের বৃষ্টিতে ভিজতে দেখা যায় ।