ভৈরবে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

 

১৫ জানুয়ারী, এম এ হালিম, ভৈরব ( কিশোরগঞ্জ)  সংবাদদাতাঃ  আজ বুধবার ভৈরবে পরিত্যক্ত আওয়ামী লীগ দলীয় অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগ   কার্যালয় থেকে  অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তবে মরদেহের শরীরে আঘাতের  কোন চিহ্ন পাওয়া যায়নি।  আজ বুধবার  সকালে মরদেহটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রুমের ভিতর  পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করছে । তবে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইমসিন,ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শনে রওয়ানা হয়েছেন ।  নিহতের মরদেহের সাথে একটি সিমবিহীন স্যামসাং মোবাইল ফোন, মদের বোতল পাওয়া গেছে । তবে   এখনো পযর্ন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি । পরিচয় সনাক্তে পুলিশ  চেষ্টা করছে। তবে স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় মরদেহটি  এখানে দূর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে যেতে পারে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে  এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি  করছেন। তবে মরদেহের শরীরে  আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ক্রাইম সিন এসে কাজ শুরু  করবে। কি কারনে মারা যেতে পারে তা ফরেনসিক বিভাগের  রিপোর্ট  পেলে বিস্তারিত  জানা যাবে। তাছাড়া একটি ফেসবুক আইডি পাওয়া গেছে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় এবং মৃত্যুর  কারন উদঘাটন  করা হবে।