২৯ ডিসেম্বর, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে জুলাই - আগষ্টে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা আহতদের নগদ অর্থ প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । ইতালিস্থ মনফাল্কনে ভৈরব প্রবাসী বিএনপির আয়োজনে আজ রোববার দুপুরে স্থানীয় পৌর জিল্লুর রহমান মিলনায়তনে ইতালিস্থ মনফাল্কনে ভৈরব প্রবাসী বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করে র্যামিটেন্স পাঠায়। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে অবদান রাখে। অথচ তাদের কে বাংলাদেশের বিমানবন্দরে এবং বিদেশে দূতাবাসে সহযোগিতা বা মূল্যায়ন করা হয়নি। তাদেরকে মূল্যায়ন করতে হবে । এছাড়া তারা আরো বলেন, জুলাই - আগষ্টের গণ অভ্যুঙ্খানে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলেছিল এবং বিদেশের দুতাবাসের সামনে আন্দোলন করে আন্তর্জাতিকভাবে ফ্যাসিবাদ সরকারকে চাপে ফেলেছিল । তাই প্রবাসীদের যে কোন সমস্যায় তাদেরকে সহযোগিতা করার জন্য দলীয় নেতা- কর্মীদের আহবান জানান। আলোচনা সভা শেষে ইতালীস্থ প্রবাসী বিএনপির পক্ষ থেকে ভৈরব আন্দোলনে শতাধিক আহতদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয় ।