ভৈরবে গাছতলা ঘাট বাজারে গরুর মাংস বিক্রেতাকে এক মাসের জেল ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

 

১১ মার্চ,এমএ হালিম,ভৈরব ( কিশোরগঞ্জ) সংবাদদাতা\ ভৈরবে অসুস্থ গরুর মাংস বিক্রেতাকে জেল জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত । আজ মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর গাছতলা ঘাট বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী হোসেন মিয়া কে ১ মাসের বিনা শ্রম কারাদন্ড ( জেল ) ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানাযায়,গাছতলা ঘাট বাজারে ভৈরব গোশত হাউজে অসুস্থ গরুর মাংস বিক্রি করছে । এমন সংবাদের ভিত্তিতে ভ্র্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সংবাদের সত্যতা পায় । পরে মাংস ব্যবসায়ী হোসেন মিয়া কে আটক করে থানায় নিয়ে যায় । পরে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি এ দন্ড ও জরিমানা করেন । এ সময় তার সাথে ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী কে১ মাসের বিনা শ্রম কারাদন্ড ( জেল ) ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । কেউ যদি ভেজাল খাদ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।