ভৈরবে  গভীর রাতে বসত ঘরে আগুন দিয়েছে দূবত্তরা 

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

 

৪ মার্চ,এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবের কালিকাপ্রসাদে মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার বাড়ীতে ২ টি বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনের তাপে ঘুমন্ত  ২ টি পরিবারের সদস্যরা টের পেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।  এ৷ বিষয়ে আরজান মিয়া, আল- আমিন,রেজিয়া বেগম জানান,রাত আনুমানিক ১টার দিকে দুবৃত্তরা ২ টি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । এতে ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। তারা আরো জানান,এ সময় তারা ঘুমিয়ে ছিলেন । অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন । তাদের কে  হত্যার উদ্দেশ্যে বসত ঘরে  পেট্রোল দিয়ে  আগুন দিয়েছে । এ বিষয়ে কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন মিয়া জানান,আগুনের ঘটনাটা শোনেছি। এটি দুঃখ জনক ঘটনা । আমাকে থানার এসআই ফোন করে রাতে অবগত করান।