ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিক্রিত জমি বুঝিয়ে না দেয়া ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

 

এম এ হালিম :
ভৈরবে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজ করতে বাধা, একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম গংদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাকিব আহমেদ নামে এক ব্যক্তি। ২৩ মার্চ শনিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাকিব আহমেদ বলেন, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিয়ার ছেলে রিয়াজুল ইসলামের কাছে ৫ শতাংশ জায়গা কিনেন সাকিব। পরে কেনার পর রিয়াজুলের কাছে জমি বুঝে পেয়ে জমি খারিজ খাজনা সব কিছু ঠিক করে রাখে সে। পরবর্তীতে জায়গা দখল করতে গেলে চৌহদ্দি নিয়ে আপত্তি সৃষ্টি হলে বাধে বিপত্তি। আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম মিয়া ও তার ভাই শহিদুল্লাহ বিভিন্ন ভাবে জমি দখল করতে গেলেই বাধা দেন। ছেলে রিয়াজুল জমি বুঝিয়ে দিলেও বাবা দ্বীন ইসলাম মিয়া জমি বুঝিয়ে না দিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ক্রয়কৃত নির্ধারিত দামী জমি বুঝিয়ে না দিয়ে পরিত্যাক্ত কম দামি বুঝে নিতে বিভিন্ন সময় হুমকি দামকি দেয়। এমনকি জমি বুঝে নিতে বিভিন্ন সময় বড় অঙ্কের চাদা দাবি করেন। এদিকে দ্বীন ইসলাম মিয়া মামলা দিলেও সাকিব মিয়া পক্ষেই রায় যাচ্ছে বারবার।
মামলা হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে হামলার শিকার হচ্ছে সাকিব ও তার পরিবার। নিরাপত্তাহীনায় ভোগে থানা পুলিশেরও সহায়তা নেন সাকিব মিয়া। আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ভাবে হয়রানি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করে ভুক্তভোগী সাকিব মিয়া। এসময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শিমুল কান্দি ইউনিয়ন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দিন ও স্থানীয় বাসিন্দা তারা মিয়া উপস্থিত ছিলেন।