ভৈরবে অভিনব কায়দায়  মাদক পাচারকালে নারী মাদক কারবারি  গ্রেফতার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

 

১৯ মার্চ,এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে অভিনব কায়দায়  মাদক পাচারকালে  জান্নাতুল  ফেরদৌসী  (৩০)নামে নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে  রেলওয়ে থানা পুলিশ।  সে ব্র্যক্ষণ বাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনগর গ্রামের ইসমাইল  মিয়ার কন্যা। গ্রেফতারকৃত মাদক কারবারির নামে পুলিশ বাদী  হয়ে আজ সকালে  কিশোরগঞ্জ  জেল হাজতে প্রেরণ করেছে। রেলওয়ে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রাম থেকে  ছেড়ে আসা ঢাকাগামী  কর্ণফুলী মেইল  ট্রেনে করে মাদক কারবারি জান্নাতুল ফেরদৌসী অভিনব কায়দায়   প্লাস্টিকের কসষ্টেপে মোড়ানো  ২ পায়ে গাজাঁ বহন করে নিয়ে  আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  বিকাল সাড়ে ৫ টার দিকে  রেলওয়ে প্লাটফর্ম  থেকে  তাকে  আটক করে  ১ কেজি গাজাঁ উদ্ধার  করে জব্দ করা হয়। এ বিষয়ে ভৈরব  রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার  করে জানান গ্রেফতার কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের করা হয়েছে।