ভালুকা থানার অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ভালুকা থানার অপহৃত ভিকটিমকে জিএমপি গাজীপুরের সদর থানা এলাকা থেকে উদ্ধার সহ এজাহারনামীয় আসামী মোঃ আহাদ (২৫)‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ*

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ১নং আসামী মোঃ আহাদ (২৫) বাদীর নাবালিকা কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ঘটনার তারিখ ১৯ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় ভিকটিম বাড়ীর সামনে হাটাহাটি করার জন্য বের হওয়া মাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীগণ ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়া যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৫/০৪/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) ।

র‌্যাব সূত্রে জানা যায় মামলার বাদী ভিকটিমকে উদ্ধারের জন্য অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ভিকটিম উদ্ধারসহ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১ গাজীপুর এর সহায়তায় ০৫ জুলাই ২০২৫ খ্রি. দুপুর অনুমান ০২:১৫ ঘটিকায় জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণ মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ আহাদ(২৫), পিতা-মৃত গিয়াস উদ্দিন সোনা মিয়া, সাং-ধীতপুর, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।