ব্রাহ্মণবাড়িয়া সরাইল নোয়াগাঁও আখিতারাম আফাজ উদ্দিন এর পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ মোঃ জিয়াউর রহমান সরাইল ব্রাহ্মণবাড়িয়া:- . জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ৮ নং নোয়াগাঁও ইউপি ৪ নং ওয়ার্ড আঁখিতারা গ্রামে মরহুম হাজী আফাজ উদ্দিন এর পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫শে মার্চ রোজ মঙ্গলবার মরহুম তমিজ উদ্দিনের বাড়ীর প্রাঙ্গনে প্রায় ৩০০ লোক নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । . উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু,সাবেক চেয়ারম্যান আবু মুছা উসমানী (মাসুক), নুর আলম,আহাসানুল করিম (রিপন), অলি আহাদ মেম্বার,দেওয়ান আলী মেম্বার, মহিলা সদস্য সাধনা বেগম, মহিলা সদস্য নাদিরা বেগম,হাফিজ মৈশান, আশিক মৈসান,সাইমন ইসলাম রোমান,জালাল,জুনায়েদ, জাহাঙ্গীর,শামসুল হক,নান্ন,জামাল লস্কর,মেহেদী,বাবুল, শোয়েব উদ্দিন সোহাগ মেম্বার এর সার্বিক সহযোগিতায় সহ সুমন খান,সারোয়ার আলম,নিয়াজ মাহমুদ,মেহেদী হাসান হৃদয়,আরাফাত,রাহাত, সোহেল,রনি,সাকিল খান,কাউসার তত্ত্বাবধানে প্রায় তিন থেকে চার শত লোকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । . উক্ত ইফতার ও দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হক, মৃত জীবিত সমস্ত জাহানের মুসলমানদের আখেরাতের মঙ্গল কামনায় । SHARES প্রচ্ছদ বিষয়: