বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচী শুরু দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ মাদারীপুর প্রতিনিধি: মো: রিয়াজ রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচী শুরু হয়েছে। শনিবার সকালে জেলার শিবচর উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের বিভিন্ন কথা শুনে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মোমো, জাবের নূর ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ রাজৈর, মাদারীপুর সদর, ডাসার ও কালকিনিতে মতবিনিময় সভা করবেন। সিংকঃ মেহেরাব সিফাত কার্য্য নির্বাহী সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। SHARES সারা বাংলা বিষয়: