স্টাফ রিপোর্টার:
নরসিংদীর বেলাবোতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হযেছে। এই প্রেক্ষিতে অভিযুক্ত কবির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বেলাবো থানার পুলিশ। গ্রেফতারকৃত কবির হোসেন একই এলাকার মৃত রজব আলি ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১০মে) ভোর আনুমানিক সারে ৫টার দিকে উপজেলার চর বেলাবো টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্কুল ছাত্রী চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত শনিববার (১০) মে স্কুল ছাত্রী সকালে বাড়ির পিছনে ওয়াশরুমে যাওয়ার পথে অভিযুক্ত কবির হোসেন পিছন থেকে ঝাপটে ধরে, পরনের কাপড় খোলে ধর্ষণের চেষ্টা চালায়, এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে কবির হোসেনকে ধরে কিছু মারধর করেন । পরে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেয়ের বাবা বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতে কবির হোসেনের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪( খ) দারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং ১১। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।