বেলাবো( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি বেলাব শাখার শুভ দ্বার উদঘাটন এবং ব্যাংকিং বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল(৬ জানুয়ারী)সোমবার দুপুরে বেলাব বাজার মরজাল রোড় পোষ্ট অফিস সংলগ্ন উক্ত নতুন অফিস এবং বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উক্ত ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়।নারায়নগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি উপ মহাব্যবস্থাপক এবং এডিসি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল আলম।বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান,পূবালী ব্যাংক পিএলসি বেলাব শাখা ব্যবস্থাপক রবিউল আলম,মাধবদী শাখার ব্যবস্থাপক মোঃ শাজাহান,বারৈচা উপ শাখা ব্যবস্থাপক বখতিয়ার রানা,রায়পুরা শাখা ব্যবস্থাপক কবির হোসেনসহ প্রমুখ।সভাপতি তার বক্তব্যে বলেন“পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌছে দিতে নতুন দ্বার উন্মোচন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পূবালী ব্যাংক অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।সেবা গ্রহিত যদি কোন প্রকার হয়রানির শিকার হয় তাহলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ।