বিশ্বনাথে সনাতনীদের সাথে লুনার মতবিনিময় দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫ আনেয়ার হোসেন বিশ্বনাথ প্রতিনিধি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট ০২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথের সনাতনী ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে বিশ্বনাথ পৌরসভার সেবা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচারযের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা। তিনি এসময় তার বক্তব্যে বলেন: দীর্ঘদিন আওয়ামীলীগ সনাতনীদের নিয়ে রাজনীতি করে তাদের স্বার্থ হাসিল করেছে। এখন তারা দলবল নিয়ে পালিয়েছে। সনাতনীদের অধিকারের কথা বলে শুধু ব্যবহারই করেছে আওয়ামীলীগ । বিএনপি সনাতনীদের সংখ্যালঘু হিসেবে দেখতে চায় না। মুসলীম, হিন্দু ,বৌদ্ধ ,খ্রিস্টান একে অপরের সহযোগী হিসেবে দেশের উন্নয়নের অংশীদার দেখতে চায়। তিনি এসময় বিগত ৫ই আগস্টের পরবর্তী বিশ্বনাথে বসবাসরত সনাতনী ধর্মের কারো উপর জুলুম নির্যাতন কেউ যেন করতে না পারে এবং প্রতহিতের জন্য দলের সকল নেতাকর্মীদের নির্দেশ দেন। নির্দেশ পালনের কারণে উপজেলায় সনাতনীদের কারো উপর কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি দাবী করেন তিনি। এসময় তিনি উপস্থিত সবার সহযোগীতা চান এবং তাদের বক্তব্য শুনেন। অনুষ্ঠানের শুরুতে পত্রিব কুরআন তেলাওয়াত করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন। পবিত্র গীতা পাঠ করেন বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর এর সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক লাল দে, সিলেট পুজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশ্বনাথের সভাপতি রূপক দে, বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, পৌর সভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। এসময় মতপ্রকাশ করে বক্তব্য রাখেন, বাবুল কান্তি দে মেঘল, শশাংক বৈদ্য, শুধাংশু শেখর দত্ত, রমা কান্ত দে, বিজয় দে, নিশি পাল, বাবুলাল বৈদ্য, অরুণ দেব নাথ। উপস্থিত ছিলেন, কানু দেব, সুভাষ চন্দ্র পাল, শ্রী অজিত চন্দ্র দেব, প্রণঞ্জয় বৈদ্য অপু, সুজিত দেব, তাপস পাল, অজয় দেব, প্রণবীর পাল নিলু, নকুল বৈদ্য, নেপাল দেব, রানা সরকার, মঞ্জু বিশ্বাস, মিন্টু মালাকার, সাধন চন্দ্র, বাপন পাল, বাবুল মালাকার, কাজল মালাকার, বকুল দেবনাথ, সবিণয় মালাকার, কৃতিশ দাস, পরিমল দাস, সুখময় মালাকার, রবিন্দ্র বৈদ্য, অজয় দেব, বিকাশ দত্ত, কনক রঞ্জন, রতিন্দ্র কুমার পাল, জ্যৈাতি পাল, নির্মল পাল, বিমল পাল, বিকাশ পাল, রিংকু পাল, অরুণ পাল, তপন দেব, বানু মালাকার, রিটন মালাকার, ময়না দেব, সুধন্য মালাকার, স্বপন দেব, গোবিন্দ বৈদ্য, দিপক দাস, লনি দাস, অজয় দেব, সঞ্জিত বৈদ্য, বাবুল বৈদ্য, রেন্টু মালাকার, কাজল পাল, শ্যামল ঘোষ, বিল্পব বৈদ্য, রনি মালাকার, সৌরভ মালাকার, সঞ্জয় বৈদ্য, অসিত দাস, উজ্জ্বল পাল, কাজল চন্দ্র, হরেন্দ্র বৈদ্য, নিরেন্দ্র দে আখল, কাজল দেব, বাবুল রায়, অমি মালাকার, বিপিন দেবনাথ, বিজয় বৈদ্য, বিমলা সরকার, প্রীতি রাণী, সবিতা রাণী দাস, লাভলী রাণী দেব, অরুণা মালাকার, স্বপ্না রাণী দাস , প্রমিলা রাণী, মিনা বিশ্বাস, মাধুরী, দিপ্তী, শিবাণী রানী দেব, ঝুমকি রাণী দেব, কল্যাণী রাণী দেব, সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।] SHARES প্রচ্ছদ বিষয়: