বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন ৩ এর সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড প্রদান। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ লাল সবুজের দেশ রিপোর্ট : গতকাল ৩০ই নভেম্বর ২০২৪, ঢাকার সোনারগাঁ প্যান পেসিফিক হোটেলে আয়োজিত বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন ৩ এর সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন স্মার্ট লুঙ্গির পরিচালক ও জে.এস.এগ্রো এর স্বত্বাধিকারী মোঃ তকিব হোসেন এসময় তকিব হোসেন এর হাতে এবছর পরপর ২য় বারের মতো সেরা উদ্দোক্তা পুরস্কার তুলে দেন চিত্র নাইকা অপু বিশ্বাস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মির হেলাল। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ এর এডিশনাল ডিআইজি জনাব মোঃ আপেল মাহমুদ, বাংলাদেশের সেরা জাদুকর জনাব জুয়েল এইচ, কন্ঠশিল্পি মনির খান। আরো উপস্থিত ছিলেন চলচিত্র জগৎ এর তারকা পাভেল, দিঘী, সখ, রুনা খান, পারসিয়া ইভানা, লুবাবা, বারিশা হকসহ আরো অনেকে। এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন গুণীজনরা সম্মাননা গ্রহন করেন। বিভিন্ন টিভি চ্যানেলকে দেয়া স্বাক্ষাৎকারে মোঃ তকিব হোসেন বলেন, তার উদ্দোক্তা হবার মূল কারিগর তার বাবা। তিনি আরো বলেন, আজকের এ প্রাপ্তি আমার নয়, এটা আমার বাবার প্রাপ্য, এটি নরসিংদীবাসীর পুরষ্কার, এটি সকল তরুন প্রজন্মের পুরষ্কার। সর্বশেষ তিনি তরুনদের নিয়ে সবসময় কাজ করার ও সারা বিশ্বে বাংলদেশকে ও বাংলাদেশের তরুন উদ্যোক্তাদের তুলে ধরার প্রতিশ্রুতি দেন। SHARES অর্থ-বানিজ্য বিষয়: