বাংলাদেশ  ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার মিলন মেলা,প্রীতি সমাবেশ ও  কাউন্সিল  অধিবেশন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

 

৩০ নভেম্বর, এম এ হালিম, ভৈরব ( কিশোরগঞ্জ)

সংবাদদাতাঃ বাংলাদেশ  ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা কিশোরগঞ্জ জেলার সাবেক ও বর্তমান  নেতা- কর্মীদের মিলন মেলা,প্রীতি সমাবেশ ও  কাউন্সিল  অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।  বাংলাদেশ  ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ  জেলা শাখার আয়োজনে আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে বসন্ত বিলাস কমিউনিটি  সেন্টারে  বাংলাদেশ  ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ  জেলা শাখার সভাপতি মাওলানা  মোহাম্মদ রেদওয়ানুল হক আশরাফীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইসলাম  উদ্দিন দুলাল,  যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা  কাজী জসিম উদ্দীন  আশরাফী,বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক যুবনেতা হাফেজ মোহাম্মদ  শহীদুল্লাহ্  প্রমূখ। এছাড়া ও  অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদরী। এ সময় বক্তারা চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার  ও ইসকন কে নিষিদ্ধ  করার দাবি জানান । এছাড়া তারা আরো বলেন, দূবৃর্ত্তরা মাজারে মসজিদে হামলা চালিয়ে ভাংচুর করায় তীব্র নিন্দা  জানান।  অধিবেশন শেষে  সবার সম্মতিক্রমে মোহাম্মদ রেদওয়ানুল হক আশরাফী কে কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ  ইসলামী ফ্রন্টের সভাপতি  এবং  হাজি মোহাম্মদ রুবেল  কে সাধারন সম্পাদক নির্বাচিত করে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে ।