ফ্যাসিস্ট  আওযামী লীগ সরকার এর আমলে খুলনা নিউজ প্রিন্ট এর মালামাল বিক্রির অনিয়ম ও দুর্নীতি ফাঁস : তদন্ত চলছে

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
Oplus_16908288

 

 

অপরাধ জগত প্রতিবেদক:

নামমাত্র মূল্যে কল খুলনা নিউজ প্রিন্ট এর প্রায় ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি বিক্রি করার ঘটনায় অবশেষে তদন্তে এসেছেন শিল্প উন্নয়ন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন কর্মকর্তারা
গত সোমবার তারা মিল ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এই সময় কর্মকর্তারা অভিযোগ তুলে দেওয়া বিভিন্ন বক্তব্য দেন
খোঁজ নিয়ে জানা গেছে ২০০২ সালের ৩০ নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর খুলনা নিউজ মিলের ভিতরে থাকা যন্ত্র ও পুরনো স্থাপনা বিক্রির দরপত্র আহ্বান করা হয় |

বিক্রয়ের তালিকায় ছিল বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বয়লার ,কয়েক হাজার টন লোহা লক্কর, ওভার ব্রিজের যন্ত্রাংশ তামা ও ইস্পাতের তৈরি বৈদ্যুতিক ভারী সরঞ্জাম !
১৭ টি প্রতিষ্ঠান সিডিউল কিনলেও জমা পড়ে মাত্র একটি |

নাম সর্বস্ব এই কোম্পানিকে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের মধ্যস্থতায় কাজ নিলাম পায় মেসার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং যাদের দর ছিল ২৮ কোটি টাকা মাত্র |
অভিযোগ মিলে ভেতরে প্রায় ৪৫০ কোটি টাকা মূল্যের মালামাল ছিল!

আওয়ামী লীগ নেতা ও শেখ পরিবারের মাত্র ৬৮ কোটি টাকায় মিলে র মালামাল কিনে নিয়ে যায় যা সম্পূর্ণ অবৈধ |

পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাহারায় মিল থেকে যন্ত্রপাতি নিয়ে যায়!
গোপনে ওই ঠিকাদার!

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দরপত্র বাতিলের দাবি উঠে |
কয়েক দফা স্থানীয় ছাত্র-জনতা মালামালের গাড়ি আটক করে দেয়!

গত ২৭ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিল্প উপদেষ্টার কে চিঠি দেন নগরীর বাসিন্দা আমীর হামজা শাকিল ও তরিকুল ইসলাম রিফাত!

এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শামীমুল হককে আহবায়ক করে তিনি সদস্যের কমিটি গঠন করা হয়
গত সোমবার শামীমুল হক ও বিসিআইসি এর পরিচালক (বাণিজ্যিক) মোঃ মনিরুজ্জামান খুলনা নিউজপ্রিন্ট মিলে পরিদর্শনে যান!

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাঈদ বলেন একটি অভিযোগ তদন্তে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কর্মকর্তারা মিল পরিদর্শন করেন |
তারা কর্মকর্তা কর্মচারী স্থানীয়দের সাথে কথা বলেছেন !
ঢাকায় গিয়ে উপদেষ্টার কাছে প্রয়োজনীয় তথ্য জমা দিবেন |
এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ফেসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এর দুর্নীতি তদন্ত করে এই টেন্ডার বাতিলের দাবি জানান |