ফেনী জেলা বিএমইউজে’র পক্ষ থেকে মরহুম সাংবাদিক রিন্টুর পরিবারকে অনুদান প্রদান দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির পক্ষ থেকে মরহুম সাংবাদিক আবুল হাসনাত রিন্টুর পরিবারকে ২৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ) ২০২৫ তারিখে সকাল ১১ ঘটিকায় ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউজে ফেনীর প্রধান উপদেষ্টা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, বিএমইউজে জেলা সভাপতি এম এ সাঈদ খান , সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন। এছাড়াও সহযোগিতায় ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আতিকুর রহমান রোজেন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, মরহুম সাংবাদিক আবুল হাসনাত রিন্টু ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক লাখোকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি। গত ৯ ফেব্রুয়ারী শনিবার রাতে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৪১) বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তার জম্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। তার পিতা মৃত আবুল হাসেম ও মায়ের নাম মনোয়ারা। বিএমইউজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় ফেনী জেলা বিএমইউজে প্রধান উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মরহুম সাংবাদিক পরিবারের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুম রিন্টুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। SHARES জেলার সংবাদ বিষয়: