স্টাফ রিপোর্টারঃ
ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক যাই দেখবে তাই লিখবে, ব্যক্তিকে টার্গেট করে নয়, ঘটনাকে টার্গেট করে নিউজ করবেন। সাংবাদিকতা যতটা রুটি রুজির জন্য করা হয়, তার চেয়ে বেশি ভালোবাসা ও দেশপ্রেম থেকে করা হয়। সাংবাদিকদের কোন রাজনৈতিক পরিচয় নেই, সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকদের উপর যখন কেউ আক্রমণ করে, তখন সাংবাদিকরা এক হয়ে প্রতিবাদ করেন। সকল সময়ে এমন ঐক্য থাকা উচিত। কিন্তু আমি চাকুরী জীবনের কোথাও সাংবাদিকদের ঐক্য দেখতে পাই নাই। আপনারা সব সময় প্রফেশনাল সাংবাদিকতা করবেন। আমার বিরুদ্ধে গেলেও নিউজ করবেন।
এসময় মতবিনিময় করেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁঞা, সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, মো: ইসমাইল , নিমাই চন্দ্র মজুমদার, আবু জাফর আহমেদ হৃদয়,মহি উদ্দিন মহি, জহিরুল ইসলাম, সহযোগী সদস্য জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, মো: শাহাদাত হোসেন, রফিক আলী, প্রমুখ।
পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: রুবাইয়েত বিন করিম, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, গণপূর্ত অধিদফতর ফেনীর মনিরুজ্জামান জিতু এর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ।