ফেনী প্রতিনিধি: ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। অমর ২১ শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, বিএমইউজে'র সভাপতি এম এ সাঈদ খান ( দৈনিক আমার বার্তা/ সাপ্তাহিক উদয়), সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( দৈনিক আলোকিত বাংলাদেশ/ Daily State ), সহ সভাপতি এম এ দেওয়ানী (দৈনিক মুক্ত খবর), ইয়াসিন আরাফাত ( দৈনিক গণকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া ( সাপ্তাহিক ফেনীর শক্তি), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ ( দৈনিক স্বদেশ বিচিত্রা), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়া ( দৈনিক বিজনেস মিরর), প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু ( দৈনিক নয়া পয়গাম) , সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ( দৈনিক দেশের পত্র , সদস্য মহি উদ্দিন মহি ( সাপ্তাহিক স্বদেশ কন্ঠ), জাফর ঈমাম রতন( দৈনিক বাংলা ধারা),, আবদুল কাইয়ুম নিশান ( দৈনিক আলোর বার্তা) প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মরহুম সাংবাদিক আবুল হাসনাত রিন্টুর পরিবারের জন্য অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।