বিশেষ প্রতিনিধি :
আজ ৯ই জানুয়ারি টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটন শিল্পের বিকাশে পর্যটন স্পিড গুলিকে আরও নিরাপদ করার লক্ষ্যে উচ্চতর পর্যায়ের অফিসারদেরকে নিয়ে ইমার্জিং টেকনোলজি এন্ড ফিউচার ট্রেন্ড ইন টুরিজম সিকিউরিটি শীর্ষক প্রশিক্ষণের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এই আলোকে টেকনোলজি বেস্ট নিরাপত্তা কে প্রাধান্য দেওয়া হচ্ছে। জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই প্রেক্ষিতে নিরাপত্তা বিধানে টুরিস্ট পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন পর্যটন এলাকায় কোন ধরনের অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তায় বর্তমান টুরিস্ট পুলিশের অবস্থান খুবই শক্ত। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বান্দরবান রিজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব সাখাওয়াত হোসেন।
অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা অতিরিক্ত ডিআইজির নরেশ চাকমা সহ টুরিস্ট পুলিশের সারা বাংলাদেশের উর্দ্বতন কর্মকর্তা বৃন্দ।