নারী শিশুসহ সাধারণ জনগনের নিরাপত্তার দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধি – মো: রিয়াজ রহমান দেশব্যাপী ঘটমান খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ্য শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী শিশুসহ সাধারণ জনগনের নিরাপত্তার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১:০০ টার দিকে শিবচর উপজেলা সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের আয়োজিত দেশব্যাপী ঘটমান ছিনতাই, খুন, ধর্ষণের প্রতিবাদ এবং দেশের সাধারন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরকারী বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সরকারী বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বর এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এসময় মিছিলে প্রায় তিন শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। এই সময় মিছিলে ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান শিক্ষার্থীরা। এই সময় ধর্ষকদের দ্রুত বিচার আইনে কঠোর শাস্তির দাবি জানান সাধারন শিক্ষার্থীরা। SHARES প্রচ্ছদ বিষয়: