স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে সংখ্যালঘু সম্পদায়ের জমি দখল করতে প্রায়ই হুমকি ধামকি দিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ করিমের বরাবরে দেওয়া অভিযোগ সৃত্রে জানা যায় একই গ্রামের পার্শ্ববর্তী ফাইজুল ইসলাম গং রা সংখ্যালঘু পরিবারকে প্রায়ই জমি দখলের হুমকি দিয়ে আসতেছে।
অভিযোগ কারী স্বপন চন্দ সরকার জানায়, গৌরাঙ্গ চন্দ্র সরকারের কাছ থেকে সাবকাবলা দলিল মূলে জমি ক্রয় করে প্রায় ৩৫ বছর যাবত ভোগ দখলে থাকা সত্বেও একটি রেকডের্র মন্তব্যের কলামে মৃত শুকুর মাহমুদের নাম লিপিবদ্ধ হয়। নাম কর্তন চেয়ে নরসিংদী দেওয়ানী আদালতে মামলা দায়ের করি। মামলার বিপরিতে শুকুর মাহমুদের ওয়ারিশ গনের নামে নোটিশ জারি করেন আদালত। বিবাদীরা আদালতের নোটিশ হাতে পেয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে নালিশি জমি হতে গাছপালা কাটতে শুরু করে। আমরা বাধা দিলে তাদের সাথে আমাদের হাতাহাতি শুরু হয়। শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে ১৪৫ ধারায় নরসিংদী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাযের করি। মামলা নং-১৩৬৪ তারিখ-১/১২/২৪।বর্তমানে শুকুর মাহমুদ গং রা আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রায় সময়ই আমাদের বাড়ীতে এসে মারধর সহ হুমকি ধামকি দিয়ে আসছে।
যার ফলে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে বেলাবো উপজেলা নির্বাহী
কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি ।
এব্যাপারে প্রতিপক্ষ ফাইজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আদালতের রায় পেয়ে আমার জমিতে গিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন স্বপন চন্দ্র সরকারের অভিযোগ পেয়েছি এবং মামলার সরেজমিনে সার্ভে করার করা জন্য সার্ভেয়ারকে পাঠানো হয়েছে।
তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।