নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন, আহত ১০ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫ নড়াইল থেকে মো: আফজাল হোসেন নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আবু তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার (৩০ মার্চ) ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব শেখ ওই এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। আহতরা হলেন—একই এলাকার রউফ শেখের ছেলে বিল্লাল শেখ, লুৎফর শেখের ছেলে আকরাম ও জিন্নাত, রাজিব শেখ প্রমুখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামরিলডাঙ্গা গ্রামে লস্কর ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। রোববার বিকেলে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেল পারকিং নিয়ে দুই গাড়ির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামরিলডাঙ্গা বাজারের স্লুইচগেটের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় খড়রিয়া বাজার ও নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেব শেখকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেখ বংশের লোকেরা লস্কর বংশের লোকদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট চলিয়েছেন। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। SHARES প্রচ্ছদ বিষয়: