নওগাঁঃখোরশেদ আলম
গতকাল ২৯ জুন ২০২৫ খ্রিঃ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, নওগাঁ জেলায় বিভিন্ন এলাকার মানুষের মোবাইল চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল গুলো পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৭৫টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশের সর্বচ্চ কর্মকর্তাগন।খোয়া যাওয়া মোবাইল হাতে পেয়ে ভুক্ত ভোগী গন বলেন, অতীতে এমন ভাবে হারানো বা চুরি হওয়া মোবাইল তেমন পাওয়া যায় নাই। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর কঠিন তৎপরতার কারনে আমরা মোবাইল ফেরত পেয়ে খুব খুশি।