নওগাঁ সার্কেলে বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে নেসকোর অনুষ্ঠিত হলো গনশুনানি ও রাজস্ব সভা

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

নওগাঁয় গ্রহকদের নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির উদ্যোগে। বুধবার (১২ ফেব্রুয়ারি) গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে গ্রাহকগণশুনানি ও রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে, নেসকো নওগাঁ বিবিবি-১ এর হলরুমে।
সকাল ১১টায় নওগাঁ শহরের নেসকো প্রকৌশলীর কার্যালয়ে নেসকোর বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের কাছ থেকে সেবার মান উন্নয়ন কল্পে পরামর্শ এবং বিভিন্ন পর্যায়ের অভিযোগ শোনেন, রাজশাহী নেসকো অঞ্চলে প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন,বিতরন অঞ্চল রাজশাহী। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃতানজিমুল হক নির্বাহী প্রকৌঃবিবিবি-১, নেসকো নওগাঁ, মোঃমিলন মাহমুদ নির্বাহী প্রকৌঃবিবিবি-২ নেসকো নওগাঁ , সুমন সুত্রধর নির্বাহী প্রকৌঃবিবিবি জয়পুরহাট , রকি চন্দ্র দাস নির্বাহী প্রকৌঃবিবিবি দুপচাঁচিয়া বগুড়া , মোঃওমর ফারুক নির্বাহী প্রকৌঃবিবিবি-৩ সান্তাহার বগুড়া।
এ সময় এক গ্রাহক বলেন, এক এলাকায় গাছ কাটা হচ্ছে লাইন বন্ধ রেখে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে দু চার এলাকা জুড়ে এটার সমাধান করতে হবে।
এ সময় রাজশাহী নেসকো অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, ডিজিটাল ও প্রিপেইড মিটার নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, কিন্তু আজকে আমার প্রিপেইড মিটার দিচ্ছি তার কারণ গ্রাহকেরা অভিযোগ করে ডিজিটাল মিটারের বিল বেশি উঠে এই জন্য আমার প্রিপেইড মিটার স্থাপন করছি, এখানে গ্রাহকদের মাঝে একটি ভুল ধারণা প্রতিক্রিয়া রয়েছে প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেলে সাথে সাথে বিদুৎ বন্ধ হয়ে যাবে কিন্তু এটা ভুল ধারণা টাকা শেষ হয়ে গেলোও ধার নিয়ে দুই থেকে তিন দিন বিদুৎ ব্যবহার করতে পারবে, পরবর্তিতে টাকা তুলে সেটা পরিশোধ করতে পারবে এখানে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবেনা এবং এর মধ্যে সরকারি ছুটির দিন পরলে পরবর্তী ব্যাংক খোলার আগ-মুহুর্তে ও বিদ্যুত বন্ধ হবে না।

ভৌতিক বিল নিয়ে গ্রাহকদের মাঝে এত অভিযোগ কেন গণমাধ্যম কর্মী প্রশ্ন করলে উত্তরে প্রধান প্রকৌশলী জাকির হোসেন বলেন, ভৌতিক বিল বলতে কিছু নাই প্রতিটা গ্রাহকের মিটার দেখা দায়িত্ব আপনাদের প্রতি আহ্বান আপনার মিটার আপনি দেখবেন।
তবে কিছুটা দোষ অফিসেরও আছে তারা মিটার না দেখে না গিয়ে বিল করে ফেলে কিন্তু সেখানে তারা মিটার দেখতে গেলে মিটার প্রতি পাঁচ টাকা পেয়ে থাকে কিন্তু তারা যেতে চায় না এই দায় টা অফিস অস্বীকার করতে পারবে না।